সংসার ভাঙছে জাস্টিন-হেইলির

New-Project-49.jpg
নিজস্ব প্রতিবেদক

আরও একবার গভীর অন্ধকারে ডুব দিয়েছেন পপ তারকা জাস্টিন বিবার। সম্প্রতি তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেই ছবি দেখে ভক্তরাও আঁতকে উঠেছেন।

বিবারের কঙ্কালসার চেহারা, গাল ভেঙে গেছে, কোটরাগত চোখের দৃষ্টি শূন্য এমন ছবি দেখে বোঝাই যাচ্ছে, গায়ক শারীরিক এবং মানসিক দিক থেকে বিপর্যস্ত।

কিন্তু বিবারের মতো একজন পপ তারকার কেন এই হাল! এ প্রশ্নের উত্তর জানতে গায়কের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর শুরু করে সংবাদমাধ্যগুলো।

তা থেকেই জানা গিয়েছে, একাধিক কারণে জাস্টিনের এই অবস্থা। প্রথমত, গায়কের ভয়, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাঁকে ডাকা হতে পারে। সত্যিই তাঁকে ডাকা হলে বিষয়টি তাঁর পেশাজীবনের পক্ষে যথেষ্ট নেতিবাচক। এই আতঙ্ক কমাতেই তিনি নাকি আরও বেশি করে মাদকে ডুবে! তাঁর পোশাক, চুল ভীষণ অবিন্যস্ত। দুই, এই কারণেই হেইলি বিবারের সঙ্গে গায়কের ছ’বছরের বিয়ে নাকি ভাঙতে চলেছে! গায়কের স্ত্রী জাস্টিনের মাত্রাতিরিক্ত মাদকসেবন এবং অসলংগ্ন আচরণকেই বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী করেছেন। একই সঙ্গে তিনি চাইছেন, পাঁচ মাসের সন্তানের উপর যেন বাবার প্রভাব না পড়ে।

Leave a Reply

scroll to top