নায়ক জাফর ইকবালের গুণাবলীতে এবার প্রাণের ছোঁয়া পেলেন গীতিকবি কবির বকুল। বিশ্ব হার্ট দিবস ২৯ সেপ্টেম্বর উপলক্ষে বেক্সিমকো ফার্মা একটি বিশেষ ওভিসি নির্মাণ করেছে, যেখানে প্রথমবারের মতো মডেলের ভূমিকায় হাজির হন কবির বকুল—তবে নায়কের গেটআপে।
ওভিসিতে কবির বকুলকে দেখা যায় জাফর ইকবালের চেহারায়, কণ্ঠে ৮০-এর দশকের সুপারহিট গান ‘এক হৃদয়হীনার কাছে/ হৃদয়ের দাম কী আছে’ তুলে ধরতে। গানটি ১৯৮৬ সালে রফিকুল আলমের কণ্ঠে বিটিভিতে প্রচারিত হয়েছিল; সেই সময় জাফর ইকবাল ঠোঁট মিলিয়ে গানটিতে অংশ নেন। ফলে দর্শকদের মধ্যে এখনও অনেকের বিশ্বাস, গানটি জাফর ইকবালেরই। এবার কবির বকুল সেই ছাপ নতুনভাবে উদ্ভাসিত করেছেন।
ওভিসি নির্মাতা মুজতবা জাহিদ জানান, গানটি ব্যবহার করার আগে মূল শিল্পী রফিকুল আলমের অনুমতি নেওয়া হয়েছে। হার্ট দিবসের জন্য গানটি বেছে নেওয়ার কারণ হলো এর হৃদয়ভিত্তিক কথামালা।
কবির বকুল বাংলা ট্রিবিউনকে বলেন, “১৬ সেপ্টেম্বর রাতে একটি ফোন কল পেয়েছি। তারা চাইছিলেন আমি জাফর ইকবাল হয়ে গানটিতে পর্দায় ঠোঁট মিলাই। প্রথমে অবাক হয়েছি, পরে বিষয়টি ইন্টারেস্টিং মনে হওয়ায় রাজি হয়ে গেলাম।”
শুটিং খুব দ্রুত সম্পন্ন হয়; ২০ সেপ্টেম্বর বিএফডিসিতে সেট তৈরি করে শেষ করা হয়। ওভিসিতে কবির বকুল জাফর ইকবাল গেটআপ ছাড়াও শেষ মুহূর্তে তাকে বলিউড কিংবদন্তি দেবানন্দের গেটআপে দেখা যায়।
যদিও দুটো গেটআপ-মেকআপ নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। নির্মাতা জানান, ওভিসি বেক্সিমকো ফার্মার ফেসবুক পেইজে প্রকাশিত হলেও ২৯ সেপ্টেম্বর দেশের বেশিরভাগ অনলাইন পোর্টালে দিনজুড়ে প্রচার করা হবে। এর মাধ্যমে তারা হার্ট দিবসের বার্তা দেবেন এবং সম্মান জানাবেন নায়ক জাফর ইকবালকে।