গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিট (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ মে) সকাল থেকেই পরীক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষায় অংশ নেন মোট ৬,৯২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলো ছিল—ইবনে সিনা ভবন, রবীন্দ্র-নজরুল কলা ভবন, অনুষদ ভবন, ব্যবসায় অনুষদ ভবন ও মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি নিজেই কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি জানান, “পরীক্ষা কেন্দ্রগুলোতে বিগত কয়েকদিন ধরেই অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমাদের প্রক্টরিয়াল টিম নিরলসভাবে কাজ করছে যেন কোনো ধরনের অনিয়ম না ঘটে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসজুড়ে রয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং একটি মেডিকেল টিমও সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এবার পরীক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, “পরীক্ষা কেন্দ্রগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হচ্ছে বলে আমরা আশাবাদী। সব ধরনের সতর্কতা গ্রহণ করা হয়েছে।”
পরীক্ষা ঘিরে পুরো ক্যাম্পাসে ছিল বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে শিক্ষার্থীদের সাহায্য করে যাচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনগুলো। গুচ্ছ পদ্ধতিতে আয়োজিত এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টদের মাঝে দেখা যায় শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ও সন্তুষ্টি।