প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক

335-20250102210605-2.jpg
নিজস্ব প্রতিবেদক

সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেই এ সুখবর জানিয়েছেন আরমান। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)’।

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক নতুন বছরের শুরুতে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন ২৯ বছর বয়সী গায়ক।২০২৩-এর আগস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন এ দম্পতি।

বাগদান সারার আগে প্রেমিকার জন্য বিশেষ এক কাজ করেছিলেন গায়ক। ‘কসম সে: দ্য প্রোপোসাল ফর হিস লেডি লভ’ নামে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন গায়ক। আশনাকে প্রেমের বার্তা দেওয়ার জন্যই এই গান তৈরি করেছিলেন আরমান।

প্রসঙ্গত, আরমান মালিকের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘যব তক’, ‘বোল দো না জারা’, ‘বম বম বোলে’, ‘বেসবরিয়া’, ‘সব তেরা’, ‘তুমহে আপনা বনা লেনা’।

Leave a Reply

scroll to top