মাত্র ১৫ লাখ টাকায় বিক্রি হয়ে গেলো পুরো গ্রাম!

New-Project-6-12.jpg

মাত্র ১৫ লাখ টাকায় বিক্রি হয়ে গেলো পুরো গ্রাম

২৪ ঘণ্টা বাংলাদেশ ময়মনসিংহ প্রতিনিধি

মাত্র ১৫ লাখ টাকায় বিক্রি হয়ে গেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত সেই উমানাথপুর গ্রাম। তবে এ গ্রামে বসবাস ছিলো মাত্র ৪ জনের। গ্রামের পুরো জমির মালিক ছিলেন মো. সিরাজুল হক। বিগত ৪ মাস আগে সিরাজুল হক সরকার স্থানীয় আব্দুল মন্নাছের কাছে এই গ্রামটি বিক্রি করে দেন। তবে এলাকাবাসী জানান, বুধবার (২৬ মার্চ) বিকালে গ্রামটি বিক্রির ঘটনা প্রকাশ পায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের উমানাথপুর নামক গ্রামে বসতি ছিলো সিরাজুল হকের পরিবারের। ছোট এই গ্রামের মোট জমির পরিমাণ ২৫ শতক।

পরিবার সূত্রে জানা যায়, উত্তরাধিকার সূত্রে সিরাজুল হক স্ত্রী সন্তানসহ মোট ৪ জন নিয়ে বসবাস করে আসছিলেন। দুটি থাকার ঘর, একটি গরুর ঘর, একটি ছোট পুকুর ও একটি টয়লেট আছে এই বাড়িতে।

জানা যায়, ৬০ বছর যাবত বসবাস করা সিরাজুল হক সাবরেজিস্ট্রি অফিসে দলিল লিখক হিসাবে কাজ করেন। তিনি পুরো একটি গ্রামের মালিক হিসেবে ময়মনসিংহ জেলায় পরিচিত ছিলেন।

উয়ানাথপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত এটি। এর আশপাশে গ্রামগুলো হলো- উত্তরে রামগোবিন্দপুর, দক্ষিণে হরিপুর, পূর্বে উদয়রামপুর ও পশ্চিমে রামগোবিন্দপুর ও হরিপুর।

এলাকাবাসীরা জানান, গত প্রায় চার মাসে ১৫ লাখ টাকায় এ গ্রামটি বিক্রি করে দেন সিরাজুল হক। তবে লিখালিখি সম্পন্ন হয় কয়েকদিন আগে।

সিরাজুল হক জানান, নিজের জন্য এত বড় বাড়ি প্রয়োজন নেই। তাই বিক্রি করে রাস্তার পাশে জমি কিনেছিলাম। কিন্তু এখন হিতে বিপরীত হয়েছে। নতুন জমিতে ঘর বাধতে দিচ্ছে না একটি পক্ষ। বিদ্যুতের জন্য আবেদন করেও পাচ্ছিনা। ইফতার এবং সেহরি করতে হচ্ছে মোমবাতির আলোতে। একটি টিউবওয়েল পর্যন্ত স্থাপন করতে পারছি না।

বাড়ি বা গ্রামটি কিনেছেন পাশের গ্রামের উদয়রামপুর গ্রামের বাসিন্দা আব্দুল মন্নাছ। তিনি পরিবারসহ ঢাকায় ব্যবসা করেন। তিনি বলেন, বাড়িটি ক্রয় করেছি ১৫ লাখ টাকায়। কাগজপত্র সহ খরচ পড়েছে ১৭ লাখ।আপাতত পরিবার নিয়ে নতুন বাড়িতে উঠেছি।

Leave a Reply

scroll to top