‘নটী বিনোদিনী’ ছবি নিয়ে যা বললেন দেব-রুক্মিণী

New-Project-62.jpg
নিজস্ব প্রতিবেদক

ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় এই চরিত্র এবং গল্পকে জীবন্ত করে তোলার জন্য দেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মতে, “ঝলক দেখার পর উপস্থিত দর্শকদের নীরবতা থেকেই বোঝা যায় যে রুক্মিণী তার অভিনয়ে সম্পূর্ণ সফল হয়েছেন। দেবের ওপর ভরসা রেখে এই প্রজন্মের জন্য নটী বিনোদিনীর জীবনকে জীবন্ত দলিল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন রামকমল। আগামী ২৩ জানুয়ারি ছবিমুক্তি পাবে।

ছবিতে রুক্মিণীর সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায় (গিরিশ ঘোষ), চান্দ্রেয়ী ঘোষ (গঙ্গাবাই), রাহুল বোস (রাঙাবাবু), মীর আফসার আলি (গুর্মুখ রায়) প্রমুখ গুণী অভিনেতারা রয়েছেন, যা ছবির প্রতি আকর্ষণ আরো বাড়িয়েছে। রুক্মিণী অল্প সময়ে বিনোদিনী দাসীর জটিল চরিত্রে নিজেকে প্রস্তুত করেছেন, যা দেবের মতে ঈর্ষণীয়।

প্রচার এবং প্রতিযোগিতা নিয়েও দারুণ রসিকতা করলেন দেব। নায়িকার অভিযোগ ছিল যে, ‘বিনোদিনী’র প্রচার ‘খাদান’-এর মতো হচ্ছে না। দেব মজা করে বলেন, ওর মধ্যে নিজেরই ছায়া দেখতে পাই— একেবারে খিটখিটে আর খুঁতখুঁতে!” বাস্তবে তাঁদের “তুই বড় না মুই বড়” সম্পর্কের মজাদার ঝলকই যেন দর্শকদের পর্দায় আরো বেশি করে টানছে।

‘নটী বিনোদিনী’-র ঝলক মুক্তির অনুষ্ঠানে আবেগের জোয়ারে ভাসলেন রুক্মিণী মৈত্র। পর্দায় নিজেকে বিনোদিনী দাসীর চরিত্রে দেখে মুগ্ধ রুক্মিণী দেবের কাঁধে মুখ লুকিয়ে চোখের জল সামলান। তিনি জানান, এই চরিত্র তার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। পুরুষশাসিত বিনোদন জগতে নারীকেন্দ্রিক চরিত্রে কাজ করার জন্য সাহস জোগানোর ক্ষেত্রে তিনি দেবের প্রতি কৃতজ্ঞ।

দর্শক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এই জুটির “টক-মিষ্টি-ঝাল” সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে। রুক্মিণীর অভিনয় নিয়ে প্রত্যাশা যেমন তুঙ্গে, তেমনই তাদের বাস্তব সম্পর্ক থেকে অনুপ্রাণিত দারুণ মুহূর্তগুলো ছবিতে জায়গা পাবে কি না, তা নিয়েও উৎসুক দর্শকরা। ‘নটী বিনোদিনী’ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে বলে সকলেই আশাবাদী।

Leave a Reply

scroll to top