ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাবের সমন্বয়কারী হাসিবুল হাসান আহমেদ ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ অর্জন করেছেন। এই স্কলারশিপের মাধ্যমে তিনি এমইএসপিওএম (MESPOM) প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, যা পরিবেশবিজ্ঞান, নীতিমালা ও ব্যবস্থাপনা বিষয়ে একটি সম্মানজনক যৌথ মাস্টার্স প্রোগ্রাম।
বিশ্বব্যাপী স্বীকৃত এই প্রোগ্রামে এবার ২,০০০ জনেরও বেশি যোগ্য আবেদনকারীর মধ্য থেকে মাত্র ২২ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচনের হার ছিল মাত্র ১.১% — যা প্রোগ্রামের প্রতিযোগিতামূলক প্রকৃতি তুলে ধরে।
এই যৌথ মাস্টার্স প্রোগ্রামটি চারটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত হয়: সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (CEU), লুন্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার এবং ইউনিভার্সিটি অব দ্য এজিয়ান। পরিবেশবিজ্ঞান বিষয়ে তাদের অসাধারণ কাজের জন্য লুন্ড ও ম্যানচেস্টার যথাক্রমে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং-এ ৩য় ও ৯ম স্থানে রয়েছে।
হাসিবুল হাসান আহমেদের এই অসাধারণ সাফল্য তাঁর পরিবেশনীতি ও সামাজিক প্রভাবকেন্দ্রিক কাজের প্রতি প্রতিশ্রুতি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক একাডেমিক উৎকর্ষ এবং টেকসই নেতৃত্ব গঠনের অঙ্গীকারকে তুলে ধরে।