গাজীপুরের টঙ্গীতে ইজতেমা উপলক্ষে গড়ে ওঠা মার্কেটে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নিউ মন্নু ফাইন কটন মিলসের মাঠে গড়ে ওঠা অস্থায়ী মার্কেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান।
আহতরা হলেন, হামিম (২৮), রাসেল (১৮) ও আলাদ হোসেন (৩৫) সহ অন্তত ৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান,
বুধবার রাত ৯টার দিকে জ্যাকেটের দোকানের কর্মচারী হামিম ও কম্বলের দোকানের কর্মচারী রাসেলের মধ্যে বাগবিণ্ডার একপর্যায়ে মারামারি হয়। খবর পেয়ে মার্কেটের ইজারাদার ফজলু মিয়া এগিয়ে আসলে তার সঙ্গে দোকান কর্মচারীরা তর্কে জড়িয়ে পড়ে। এ সময় ইজারাদার ফজলু মিয়ার লোকজন দোকানদারদের ওপর হামলা চালায়। হামলায় দোকান কর্মচারী হামিম, রাসেল ও ইজরাদার পক্ষের আলাদ হোসেনসহ ৫ জন আহত হয়।
মার্কেটের ইজারাদার ফজলু মিয়া বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি সমাধান হয়ে যাবে।
টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিবুর রহমান বলেন, মারামারির বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।