বিমানে ফরাসি প্রেসিডেন্টের উপর স্ত্রীর ‘হামলা’, ভিডিও ভাইরাল

New-Project-74.png

বিমানে ফরাসি প্রেসিডেন্টের উপর স্ত্রীর 'হামলা'। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের শুরুতেই ভিয়েতনামে এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বিমান থেকে নামার সময় তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁর সঙ্গে তার এক অদ্ভুত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যেখানে ব্রিজিটকে প্রেসিডেন্টের উপর শারীরিকভাবে চড়াও হতে দেখা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে, প্রেসিডেন্সিয়াল বিমানের দরজা দিয়ে ম্যাক্রোঁকে যখন দেখা যাচ্ছিল, ঠিক তখনই ব্রিজিটকে দ্রুত হাত তুলে প্রেসিডেন্টের মুখের দিকে একটি ধাক্কা-সদৃশ আচরণ করতে দেখা যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ব্রিজিটের এই আকস্মিক অঙ্গভঙ্গি সবার নজরে আসে।

এই অপ্রত্যাশিত ঘটনায় ম্যাক্রোঁকে প্রথমে কিছুটা বিস্মিত দেখালেও, দ্রুতই তিনি ক্যামেরার দিকে হাত নেড়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন। ভিডিওতে আরও দেখা যায়, সিঁড়ি দিয়ে নামার সময় ম্যাক্রোঁ স্ত্রীর হাত ধরার চেষ্টা করলেও, ব্রিজিট স্পষ্টতই তা এড়িয়ে হ্যান্ডরেল ধরে নেমেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, ধারণা করা হচ্ছে যে বিমানের ভেতরে তাদের মধ্যে কোনো ‘বিস্ফোরক তর্ক’ হয়ে থাকতে পারে। ‘লড়াইরত’ দম্পতির এই ভিডিও ক্লিপটি রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রাথমিকভাবে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেস এই ভিডিওটিকে ‘ভুয়া’ বলে অস্বীকার করেছে। তবে, ফরাসি গণমাধ্যমের সূত্রগুলো পরবর্তীতে নিশ্চিত করেছে যে ক্লিপটি বাস্তব। ম্যাক্রোঁর এক ঘনিষ্ঠ সহযোগী জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যে সামান্য ‘ঝগড়া’ হয়েছে, তবে এতে কেউ হতাহত হননি।

অন্যদিকে, ম্যাক্রোঁর বহরে থাকা একজন কর্মকর্তা এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, প্রেসিডেন্ট ও তার স্ত্রী আসলে একে-অপরের সঙ্গে মজা করছিলেন। তবে, ভিডিওতে ফুটে ওঠা দৃশ্য এবং ব্রিজিটের শারীরিক ভাষা দেখে অনেকেই এই ব্যাখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে বেশ কৌতূহল সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও ট্রল তৈরি হয়েছে।

Leave a Reply

scroll to top