সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

আবহাওয়ার খবর, আগামীকালের আবহাওয়া

আবহাওয়ার খবর

মুহাম্মাদ নূরে আলম

সন্ধ্যার মধ্যে দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (৪ মে) সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার এই প্রভাব পড়তে পারে দেশের রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। এইসব অঞ্চলে সাময়িক দমকা হাওয়ার পাশাপাশি বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিশেষ করে নদীবন্দরগুলোর নিরাপত্তার স্বার্থে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এমন আবহাওয়ায় নৌযান ও ছোট ট্রলারের চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, আবহাওয়ার এই পূর্বাভাসকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ঢাকাসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় দিনভর মেঘলা আকাশ ও মাঝে-মধ্যে গুঁড়িগুঁড়ি বৃষ্টি লক্ষ্য করা গেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমী বায়ুর সক্রিয়তা ও জলীয় বাষ্পের প্রভাবেই এই বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা তৈরি হচ্ছে। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলেও আভাস দিয়েছেন তারা।

Leave a Reply

scroll to top