‘ওয়ার ২’-এর টিজার প্রকাশ: হৃতিক বনাম এনটিআর, অ্যাকশনে ঝড়

New-Project-24-2.jpg

'ওয়ার ২'-এর টিজার প্রকাশ

২৪ ঘণ্টা বাংলাদেশ

২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’-এর অফিসিয়াল টিজার অবশেষে প্রকাশিত হয়েছে। হৃত্বিক রোশন কথা দিয়েছিলেন, সহ-অভিনেতা জুনিয়র এনটিআরকে জন্মদিনে চমক দেবেন। আজ, ২০ মে—দক্ষিণী তারকার জন্মদিনে সেই কথা রাখলেন তিনি। প্রকাশ্যে এলো বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’-এর অফিসিয়াল টিজার। ‘ফায়ার ভার্সেস থান্ডার’ স্লোগান ঘিরে নির্মিত ১ মিনিট ৩৪ সেকেন্ডের এই টিজার ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে।

যশরাজ ফিল্মস প্রযোজিত এবং অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ হল ২০১৯ সালের সুপারহিট ‘ওয়ার’ ছবির সিক্যুয়েল। প্রথম ছবিতে হৃতিকের বিপরীতে ছিলেন টাইগার শ্রফ, এবার তার মুখোমুখি হচ্ছেন ‘আরআরআর’-খ্যাত জুনিয়র এনটিআর। একজন নায়ক, অপরজন খলনায়ক—এমনই উত্তেজক দ্বৈরথের ইঙ্গিত মিলেছে টিজারে। মারকাটারি অ্যাকশন আর জমজমাট রোমাঞ্চে ভরা ছবিতে মুখোমুখি হৃতিক এবং এনটিআর।

টিজারে কী দেখা গেল?

টিজারের শুরুতেই এনটিআরের গম্ভীর ভয়েসওভার—“আমার নজর অনেকদিন ধরে কবির, তোমার ওপর আছে। তুমি ছিলে ভারতের সেরা জওয়ান, RAW-এর সেরা এজেন্ট। কিন্তু এখন আর তুমি সেই নও।”
এরপর একের পর এক উচ্চমাত্রার অ্যাকশন সিকোয়েন্স—আকাশ, জল, বরফে—যেখানে হৃতিকের কবিরের সঙ্গে এনটিআরের সংঘর্ষ ফুটে ওঠে আগুন ও বজ্রের রূপকে।

টিজারে কিয়ারা আদভানিকে দেখা গেছে হলুদ বিকিনি লুকে। তবে তা ছিল কয়েক সেকেন্ডের জন্য। হৃতিকের সঙ্গে তার রোমান্টিক দৃশ্যও দর্শকদের আকর্ষণের কেন্দ্রে।

টিজারের গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে রয়েছে জুনিয়র এনটিআরের বিপরীতে হৃতিকের মগ্ন ও মারকাটারি চেহারা, দুর্ধর্ষ অ্যাকশন, হাই লেভেল ভিজ্যুয়াল এফেক্ট, কিয়ারা আদভানির গ্ল্যামারাস উপস্থিতি, এনটিআরের ভয়েসে শক্তিশালী সংলাপ: “তুমি আমাকে জানো না, কিন্তু এবার জেনে যাবে।”

ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে চিত্রনাট্যে আনা হয়েছে পরিবর্তন 

ছবির চিত্রনাট্য লিখেছেন শ্রীধর রাঘবন, সংগীত পরিচালনা করছেন প্রীতম, আর গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। জানা যাচ্ছে, ভারত-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের কারণে চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনা হয়েছে।

মুগ্ধ নেটিজেনরা

এই টিজারকে ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও প্রবল। কেউ লিখেছেন, “হৃতিক হাঁটেন মানেই স্টাইল, এনটিআর প্রবেশ করলেই ঝড়!” অন্যজন বলেন, “এটা শুধু সিনেমা নয়, স্পাই ইউনিভার্সে নতুন যুগের সূচনা।”

আয়ান মুখার্জির পরিচালনায় এবং আদিত্য চোপড়ার প্রযোজনায় নির্মিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট। সিনেমাহলে ছবিটি দেখা যাবে হিন্দি তেলেগু ও তামিল এই তিন ভাষায়।

Leave a Reply

scroll to top