ভর্তির ৮ মাস পরও নেই আইডি কার্ড, চরম ভোগান্তিতে বেরোবির শিক্ষার্থীরা

New-Project-12.jpg

বেরোবি

২৪ ঘণ্টা বাংলাদেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার প্রায় শেষের দিকে। নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের পরও তারা এখনও বিশ্ববিদ্যালয়ের আইডেন্টিটি কার্ড—স্টুডেন্ট আইডি পাননি। এতে করে ক্যাম্পাসজুড়ে নানা ধরনের প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা, যা শিক্ষাজীবনে বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলাকালীন সময়েই শিক্ষার্থীদের আইডি কার্ড সরবরাহ করা হয়। তবে বেরোবিতে ভিন্নচিত্র। দীর্ঘ প্রায় আট মাস পার হলেও পরিচয়পত্র মেলেনি। ফলে লাইব্রেরি থেকে বই ইস্যু, হল বরাদ্দ, সেমিনারে অংশগ্রহণ, বাস ব্যবহার এবং ক্যাম্পাসে নিরাপত্তাকর্মীদের সাথে বারবার পরিচয় প্রমাণের মতো জটিল পরিস্থিতিতে পড়তে হচ্ছে।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আতিক হাসান লিটন বলেন, “আমরা নিয়মিত ক্লাস ও পরীক্ষা দিয়েও পরিচয়পত্র থেকে বঞ্চিত। এতে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।”

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল বলেন, “প্রতিবার ক্যাম্পাসে প্রবেশের সময় নিরাপত্তাকর্মীদের প্রশ্নের মুখোমুখি হতে হয়। মাঝে মাঝে বাকবিতণ্ডা হয়, যা মানসিক চাপ সৃষ্টি করছে।”

অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুন অর রশিদ বলেন, “২০২৪ সালের ৮ অক্টোবর চূড়ান্ত ভর্তি শেষ হলেও মাইগ্রেশন প্রক্রিয়া চলে ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত। এজন্যই কিছুটা বিলম্ব হয়েছে। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত আইডি কার্ড প্রদান করা হবে।”

তবে কবে নাগাদ আইডি কার্ড প্রদান করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি তিনি।

শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের এই ধরনের অব্যবস্থা অগ্রহণযোগ্য। তারা দ্রুততম সময়ের মধ্যে পরিচয়পত্র সরবরাহের জোর দাবি জানিয়েছেন, যেন তারা নিরবচ্ছিন্নভাবে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারেন।

Leave a Reply

scroll to top