টানা সাতদিনের আন্দোলন, ইশরাকের শপথ দাবিতে মৎস্য ভবন অবরুদ্ধ

New-Project-36-4.jpg

মৎস্য ভবন অবরুদ্ধ

২৪ ঘণ্টা বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে রাজধানীতে টানা সাতদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। নগর ভবনের সামনে থেকে মৎস্য ভবন মোড়ে এসে অবস্থান নিয়েছেন তারা, ফলে ওই এলাকায় যান চলাচলে দেখা দিয়েছে চরম ভোগান্তি।

ইশরাকের দাবিতে টানা ৭ দিনের আন্দোলন

বিগত ছয়দিনের মতো বুধবার সকাল থেকেই মৎস্য ভবন মোড় ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন ইশরাকের শতাধিক কর্মী-সমর্থক। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি একটাই—চলতি বছরের মার্চে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে জয়ী ঘোষিত বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণের সুযোগ দিতে হবে।

অন্যদিকে নগর ভবনের সামনে আজ কোনো সমর্থক দেখা না গেলেও, করপোরেশনের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আগের দিনের মতো আজও করপোরেশনের বিভিন্ন দপ্তরের দরজায় তালা ঝুলানো থাকায় সব ধরনের দাপ্তরিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ হাইকোর্টে আদেশ

আজ দুপুরে হাইকোর্টে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আদেশ দেয়ার কথা রয়েছে। এর আগে গত ১৪ মে মো. মামুনুর রশিদ নামের এক ব্যক্তি ইশরাকের শপথ গ্রহণ ঠেকাতে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী আকবর আলী। আবেদনে ইশরাকের মেয়র পদে শপথ স্থগিতসহ তার পক্ষে দেয়া রায় বাতিলের নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তাকে শপথ না পড়াতে এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়ারও অনুরোধ জানানো হয়েছে।

সকাল ১০টা পর্যন্ত ছিল আল্টিমেটাম

মঙ্গলবার বিকেলে আন্দোলনের অন্যতম সমন্বয়ক, সাবেক সচিব মশিউর রহমান বলেন, “আমরা বুধবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি দেবো। এমনকি ঢাকা অচলের ঘোষণাও আসতে পারে।”

ঘটনার সূত্রপাত

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে জয়ী ঘোষণা করা হয়েছিল। তবে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন শুরু থেকেই নির্বাচনে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তুলে আসছিলেন।

এরপর ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর তাপসকে মেয়র পদ থেকে অপসারণ করে সরকার। চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে বৈধভাবে নির্বাচিত ঘোষণা করে। সেই রায়ের ভিত্তিতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে ডিএসসিসির বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি দেয়।

তবে এখনো তিনি শপথ গ্রহণ করতে পারেননি। সেই প্রক্রিয়া স্থগিত রাখতে আইনি পদক্ষেপ গ্রহণের পরিপ্রেক্ষিতেই আজ হাইকোর্টের আদেশ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইশরাকের সমর্থকরা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তার শপথ অনিবার্য।

Leave a Reply

scroll to top