রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হয়ে প্রশাসন ভবনের সামনে গিয়ে এই মিছিলটি শেষ হয়। মিছিলে ছাত্রদল কর্মীদের পাশাপাশি বহিরাগতদের উপস্থিতিও লক্ষ করা যায়।
বিক্ষোভ সমাবেশে রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, “বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। হলে পবিত্র কুরআন পোড়ানো, মন্দিরে ব্যানার ছেঁড়া, এসব ঘটনায় প্রশাসন নির্বিকার। প্রশাসনের নীরবতা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।”
তিনি আরও বলেন, “গুপ্ত সংগঠনের সভাপতি প্রকাশ্যে সহিংসতার হুমকি দিয়েছে, উপাচার্যকে জিম্মি করে রাখা হয়েছে—এসব ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অতীতে মতের বিরোধিতার কারণে শিক্ষার্থীদের রগ কেটে হত্যা করা হয়েছে। আমরা রাবি ছাত্রদল এই ধরণের ভয়ভীতির রাজনীতির তীব্র নিন্দা জানাই।”
রাহী জানান, রাবি ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এবং থাকবে। “আমরা কখনো সহিংস রাজনীতির পক্ষে না, বরং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশেই বিশ্বাস করি,” বলেন তিনি।
বক্তৃতার শেষ দিকে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রাবিতে ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে।”
এই প্রতিবাদ মিছিল ও বক্তব্যের মাধ্যমে রাবি ছাত্রদল তাদের অবস্থান পরিষ্কার করেছে—তারা চায় একটি সহিংসতামুক্ত, নিরাপদ, ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস।