সাংবাদিককে হুমকি ও ছাত্রদলের অপেশাদার বিবৃতির তীব্র নিন্দা জাবি সাংবাদিকদের

New-Project-11-12.jpg

সাংবাদিককে হুমকি ও ছাত্রদলের অপেশাদার বিবৃতির প্রতিবাদে জাবি সাংবাদিকদের প্রতিপাদ

জাবি প্রতিনিধি জাবি প্রতিনিধি,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কর্মসূচির অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ‘জাগোনিউজ২৪.কম’-এর জাবি প্রতিবেদক সৈকত ইসলামকে হুমকি প্রদান ও ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের প্রতি আপত্তিকর শব্দ ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।

আজ রবিবার (২৭ এপ্রিল) শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে দুপুর ১:০০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জাবিসাসের সভাপতি আব্দুল আল মামুন, জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াযহাতুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকসহ বিশ্ববিদ্যালয়ের সকল সাংবাদিকবৃন্দ।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও ছাত্রদলের অপেশাদার বিবৃতির প্রতিবাদে জাবিতে কর্মরত সাংবাদিকদের প্রতিপাদ

এ বিষয়ে জাবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল আল মামুন বলেন, “আমাদের সহকর্মীদের উপর যখন মানসিক নির্যাতন চালানো হয়, তখন নিরুত্তাপ থাকা যায় না। আমাদেরকে প্রতিবাদ জানাতে হয়, আমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সড়কে এসে সমাবেশ করতে হয়। আমাদের কাজ ছিল কি–বোর্ড চাপিয়ে ও কলমের মাধ্যমে সংবাদ প্রকাশ করা, সড়কে দাঁড়ানো নয়। কিন্তু আমরা বাধ্য হয়েছি। গত ১৫ বছর আপনাদের উপর যে নিপীড়ন চলেছে, তা ১৫ বার স্মরণ করুন। তখন বুঝতে পারবেন, আগামী দিনে আবার যদি সেই দিন ফিরে আসে, তখন আপনাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী কারা হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশিত হলে যেমন তারা সিভিক ট্যাগ দিতো, আপনারাও ঠিক একই কাজ করছেন। আপনাদের প্রেস বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইতে হবে। অন্যথায় আজকের কর্মসূচি জাহাঙ্গীরনগরে হলেও ভবিষ্যতে কর্মসূচি শাহবাগে হবে, সারা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে হবে।”

এ বিষয়ে আরেক সাংবাদিক মাহ্ আলম বলেন, “আমার সহকর্মী সৈকতের প্রতি যে ন্যাক্কারজনক ভাষায় আক্রমণ করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি ছাত্রদলকে স্মরণ করিয়ে দিতে চাই, গত ১৫ বছর ছাত্রদল যখন বিম্মাইলে মিছিল করত, বিসমাইল মসজিদে দোয়া মাহফিল করত, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারত না—তখন কিন্তু তারা আমাদেরই ফোন দিত। তখন তারা ছিল মজলুম। কিন্তু এখন, যখন তারা ক্ষমতায় আসেনি কিন্তু ক্ষমতার কাছাকাছি অবস্থানে রয়েছে, তখন তারা চরম নিপীড়কের ভূমিকা গ্রহণ করেছে। তাদের বুঝতে হবে, পুরনো ধাঁচের রাজনীতি আর চলবে না; শিক্ষার্থীদের মন বুঝে কাজ করতে হবে।”

উল্লেখ্য, জাবি ছাত্রদলের হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচি নিয়ে কেলেঙ্কারির খবর প্রকাশ করায় ‘জাগোনিউজ’-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সৈকত ইসলামকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ‘সময়ের আলো’র স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদের বিরুদ্ধে।

Leave a Reply

scroll to top