ডিসেম্বরে আমার ছেলে শহীদ হতে যাচ্ছে : আসিফ

New-Project-2-11.jpg
মুহাম্মদ নূরে আলম নিজস্ব প্রতিবেদক

বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর বরাবরই ছেলে-মেয়েদের দ্রুত বিয়ের পক্ষে মত দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বহুবার তিনি বাবা-মায়েদের সন্তানদের দ্রুত বিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সেই কথার বাস্তব উদাহরণ তিনি নিজেই। তিন বছর আগে বড় ছেলে শাফকাত আসিফ রণের বিয়ে দেন তিনি। এবার ছোট ছেলেকেও ঘরে তুলতে চলেছেন।

আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফেসবুকে এক পোস্টে ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্রর বিয়ের খবর দেন আসিফ। ছেলের দুটি ছবি পোস্ট করে তিনি লেখেন,
“আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। একটু ভুলে যাওয়ার অভ্যাস আছে, তবে ইউনিক একটা ছেলে। মুহূর্তেই মানুষের ভালোবাসা অর্জনের বিরল গুণ আছে তার। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে এখন ব্যবসার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রশিক্ষণ নিচ্ছে, চেষ্টা করছে। ফুটবলটা খুব ভালো খেলে, যদিও পেশাদার খেলা চালিয়ে যায়নি।”

এরপর রুদ্রর বিয়ের প্রসঙ্গে আসিফ লেখেন,

“আজ রুদ্র ২৬ বছরে পা দিল। এই বসন্তই তার শেষ স্বাধীন বসন্ত—কারণ, আগামী ডিসেম্বরে সে শহীদ হতে যাচ্ছে! অর্থাৎ, বিয়েশাদীর সব আয়োজন সম্পন্ন। জানুয়ারিতেই আংটিবদল হয়েছে, তখন পাবলিকলি জানানোর অনুমতি ছিল না। এবার গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা—এর বেশি আপাতত বলা যাচ্ছে না।”

পোস্টের শেষাংশে ছেলের জন্মদিন ও নতুন জীবনের জন্য দোয়া চেয়ে আসিফ লেখেন,
“আজ রুদ্র’র শুভ জন্মদিন। তার সরল ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার দোয়া চাই। শুভ জন্মদিন বাবা, আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম…”

মুহাম্মদ নূরে আলম

মুহাম্মদ নূরে আলম

মুহাম্মদ নূরে আলম (Muhammad Noora Alam) একজন অভিজ্ঞ সাংবাদিক ও কনটেন্ট বিশেষজ্ঞ, যিনি পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রিন্ট, অনলাইন এবং ডিজিটাল মিডিয়ায় কাজ করে যাচ্ছেন। তিনি ঢাকা পোস্ট, নয়াদিগন্ত, বিজনেস মিরর এবং শিরোনাম মিডিয়ার মতো প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে সাব-এডিটর ও কনটেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এনভিডিয়া ও দুবাই ওয়ান মিলিয়ন প্রমপ্টার্স থেকে জেনারেটিভ এআই ও প্রমপ্ট ইঞ্জিনিয়ারিং-এর সনদপ্রাপ্ত। আধুনিক প্রযুক্তির সাহায্যে পাঠকবান্ধব, প্রাসঙ্গিক ও মনস্তাত্ত্বিকভাবে প্রভাব ফেলতে সক্ষম কনটেন্ট তৈরিতে তার দক্ষতা অনন্য। ব্যবসা, প্রযুক্তি, সমাজ ও সমসাময়িক বিষয়ের উপর লেখালেখিতে তার পারদর্শিতা রয়েছে। পাশাপাশি তিনি ‘স্বপ্নবাজ ফাউন্ডেশন’-এর সহ-প্রতিষ্ঠাতা এবং ‘রেঁনেসা ফাউন্ডেশন’-এর মিডিয়া প্রধান হিসেবে কাজ করছেন।

Leave a Reply

scroll to top