সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া

New-Project-47.jpg

খালেদা জিয়া

২৪ ঘণ্টা বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে আগামী সোমবার, ৫ মে ২০২৫, লন্ডন থেকে দেশে ফিরছেন। তার সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, খালেদা জিয়া বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন। এয়ার অ্যাম্বুলেন্সের টেকনিক্যাল সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি শেষ মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যায়, তবে সেটি ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো। সবকিছু ঠিক থাকলে তিনি আগামী ৫ মে দেশে ফিরবেন”।

খালেদা জিয়ার সফরসঙ্গী থাকবেন যারা

তার সফরসঙ্গীদের মধ্যে থাকবেন ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক। খালেদা জিয়ার দেশে ফেরার প্রস্তুতি হিসেবে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, “বিএনপি চেয়ারপারসনের জন্য বাসভবন পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে”।

আগামী সোমবার বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে সকাল নয়টায় প্রথমে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। এরপর একই ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী সিলেট হয়ে খালেদা জিয়ার ঢাকায় যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে স্বাগত জানাতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তবে লন্ডনে চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়েছে। তার দেশে ফেরার খবরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা নেত্রীর স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন।

গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

scroll to top