সোহরাওয়ার্দী উদ্যানে কঠোর নিরাপত্তার মধ্যে হেফাজতের গণজমায়েত

New-Project-39.jpg

হেফাজতের গণজমায়েত

২৪ ঘণ্টা বাংলাদেশ

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। দেশজুড়ে সংগঠনের বিভিন্ন শাখা থেকে দলে দলে অংশ নিচ্ছেন আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে কর্মসূচিতে যোগ দিচ্ছেন।

হেফাজতের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে—

১. কুরআন-সুন্নাহবিরোধী আইন বাতিল,
২. ইসলামবিরোধী বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি,
৩. কওমি মাদ্রাসার ওপর ‘দমনমূলক’ নজরদারি ও হয়রানি বন্ধ এবং
৪. ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার অপরাধ আইনের অপপ্রয়োগ বন্ধ করা।

সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে কঠোর নিরাপত্তা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে চারপাশে। জনসভার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ ও টিএসসি চত্বরে যানজট দেখা দেয়। বিপুল সংখ্যক মানুষ জমায়েতে অংশ নেওয়ায় সাধারণ পথচারীদের চলাচলেও ভোগান্তি তৈরি হয়েছে।

হেফাজতের ঢাকা মহানগর শাখার নেতা মাওলানা ফয়সাল করিম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের চার দফা দাবি উপস্থাপন করতে এসেছি। এই দাবিগুলো ইসলামের মৌলিক স্বার্থ সংরক্ষণের জন্য অত্যন্ত জরুরি। সরকার যদি যথাসময়ে ব্যবস্থা না নেয়, তাহলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”

এদিকে, সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে একটি দায়িত্বশীল সূত্র।

সন্ধ্যার দিকে হেফাজতের কেন্দ্রীয় নেতারা মঞ্চে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সংগঠনের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী বলেন, “আমরা কাউকে উসকাতে আসিনি। ইসলাম ও মুসলমানদের অধিকার রক্ষায় শান্তিপূর্ণভাবে আওয়াজ তুলতে এসেছি।”

সমাবেশের নিরাপত্তা প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার জানান, নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। তিনি বলেন, “কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একাধিক দাবিকে কেন্দ্র করে হেফাজতের এই জমায়েত আগামী দিনের রাজনৈতিক বাস্তবতায় চাপ সৃষ্টির কৌশলও হতে পারে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সমাবেশ শান্তিপূর্ণভাবে চলছিল। তবে নেতারা জানিয়েছেন, দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

scroll to top