বন্ধু অপহরণ, স্ত্রীকে চায় মুক্তিপণের বদলে!

বন্ধুকে অপহরণ করে তার স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বন্ধুকে অপহরণ করে তার স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুহাম্মাদ নূরে আলম

চাঁদপুরের ফরিদগঞ্জে এক বন্ধুকে অপহরণ করে তার স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। রাজি না হওয়ায় পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ঘটনাটি ঘটে বুধবার (৩০ এপ্রিল) উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামে।

ভুক্তভোগী পরিবারের বরাতে স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, পূর্ব আলোনিয়ার সেলিম বেপারীর ছেলে শামীম হোসেন ও মনির হোসেনের ছেলে হুমায়ুন কবির ঘনিষ্ঠ বন্ধু। সেই সুবাদে হুমায়ুনের শামীমের বাড়িতে অবাধ যাতায়াত ছিল। অভিযোগ রয়েছে, এই সুযোগেই হুমায়ুনের কুনজর পড়ে শামীমের স্ত্রীর ওপর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) হুমায়ুন পরিকল্পিতভাবে শামীমকে ডেকে নিয়ে যায় এবং আলোনিয়া বাজারের একটি নির্জন দোকানঘরে আটকে রাখে। রাতে শামীমের স্ত্রী সাদিয়া যখন স্বামীর খোঁজ করছিলেন, তখন হুমায়ুন নিজেই বাড়িতে গিয়ে তাকে বলে—স্বামীকে ফিরে পেতে হলে তার সঙ্গে রাত কাটাতে হবে। সাদিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করলে হুমায়ুন কৌশলে দাবি করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ।

পরদিন সকালে স্বামীর খোঁজ না পেয়ে সাদিয়া ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুনকে আটক এবং তার দেখানো মতে নির্জন দোকানঘর থেকে শামীমকে উদ্ধার করে। পরে তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, হুমায়ুন ও তার সঙ্গে জড়িত একটি চক্র এলাকায় মাদক ব্যবসায় জড়িত।

Leave a Reply

scroll to top