খুবির আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতায় এফএমআরটি ডিসিপ্লিন চ্যাম্পিয়ন

New-Project-52.jpg

খুবির আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতা

২৪ ঘণ্টা বাংলাদেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের(খুবি) বিতর্ক সংগঠন (নৈয়ায়িক)আয়োজিত আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন।

৩ মে (শনিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনাল পর্বে এফএমআরটি ডিসিপ্লিন ব্যবসায় প্রশাসন (বিএ) ডিসিপ্লিনকে পরাজিত করে এ কৃতিত্ব অর্জন করে। প্রতিযোগিতায় আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী আরাফাত ‘সেরা বিতার্কিক’ এবং এফএমআরটির ঝিলিক ‘ফাইনালের সেরা বিতার্কিক’ নির্বাচিত হন।

প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তি প্রয়োগ ও বিশ্লেষণী চিন্তার বিকাশ ঘটায়। নিজেকে যোগ্য ও দক্ষ বক্তা হিসেবে গড়ে তুলতে বিতর্কের চর্চা গুরুত্বপূর্ণ। তাই, বিতর্কের জন্য প্রাতিষ্ঠানিক চর্চার জায়গা থাকা প্রয়োজন।

উপাচার্য বিতর্কচর্চা অব্যাহত রাখতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য নৈয়ায়িককে ধন্যবাদ জানান। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং ফাইনালে অংশগ্রহণকারী বিতার্কিকদের হাতে ক্রেস্ট তুলে দেন।

পুরস্কার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন নৈয়ায়িক-এর সাবেক সভাপতি কবরী বিশ্বাস অপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হিজবুল্লাহ তামিম। সঞ্চালনা করেন সংগঠনের সহকারী ডিবেট কাউন্সিলর পার্থ দত্ত।

প্রসঙ্গত, দু’দিনব্যাপী অনুুষ্ঠিত ১৯তম এশিয়ান সংসদীয় বাংলা বিতর্কের ফাইনালের বিষয় ছিল ‘এই সংসদ (জনগণ), বাংলাদেশে দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা সমর্থন করে’। বিষয়ের পক্ষে যুক্তি দেয় ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এবং বিপক্ষে অবস্থান নেয় এফএমআরটি ডিসিপ্লিন।

অপরদিকে সন্ধ্যা ৭.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’ আয়োজিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ড্যান্স ফেস্ট’ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় এখন সার্বজনীন উৎসবের প্রাণকেন্দ্র। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চায় অনুপ্রাণিত করে। তিনি সুশৃঙ্খলভাবে ড্যান্স ফেস্ট সম্পন্নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অনুুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।

Leave a Reply

scroll to top