নারী সহপাঠীকে হয়রানি, প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা

New-Project-31-5.jpg

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা

ঢাবি প্রতিনিধি

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে নারী সহপাঠীর প্রতি অশালীন মন্তব্যের প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান নামে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হন। পরে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী শাহেদুল ইসলাম জানান, তিনি ও আয়াজ তার এক নারী সহপাঠীকে নিয়ে ‘জেসমিন ফেব্রিকস’ নামের দোকানে যান। পোশাক না পছন্দ হওয়ায় শিক্ষার্থীটি কিছু না কিনেই বের হয়ে গেলে দোকানের কর্মীরা পেছনে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ সময় শাহেদ ও আয়াজ প্রতিবাদ জানালে দোকানের প্রায় ৪০-৫০ জন কর্মচারী তাদের উপর হঠাৎ চড়াও হয়। শাহেদুল অভিযোগ করেন, তাকে একটি কক্ষে আটকে রেখে সেখানে শারীরিক নির্যাতন চালানো হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং বিক্ষোভ শুরু করেন। তারা অভিযুক্ত দোকানে ভাঙচুর করেন এবং হামলাকারীদের একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশি ব্যবস্থা

নিউমার্কেট থানার আওতাধীন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ জানান, অভিযুক্তদের মধ্যে একজনকে ঘটনাস্থলে আটক করা হয়েছে, এবং আরও দুইজনকে থানায় নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাকিদেরও শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

ছাত্রদের প্রতিবাদ

ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা হক বলেন, “নারী সহপাঠীর প্রতি এমন আচরণ বরদাশতযোগ্য নয়। প্রতিবাদ জানানোয় সহপাঠীদের ওপর হামলা প্রমাণ করে অপরাধীরা কতটা বেপরোয়া। আমরা চুপ থাকব না; দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও আলোচনা চলছে। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, নৈতিকতা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ উঠে এসেছে। শিক্ষার্থীরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

scroll to top