নাম পরিবর্তনে সিদ্ধান্ত: পূর্ব নামে ফিরল ঢাবির একাউন্টিং বিভাগ

New-Project-5.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ ঢাবি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ‘একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস’ বিভাগের নাম পরিবর্তন করে এখন থেকে ‘একাউন্টিং বিভাগ’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের গত ২৪ এপ্রিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার জানান, “প্রতিষ্ঠাকালে এই বিভাগের নাম ছিল ‘একাউন্টিং বিভাগ’। ২০০২ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ’। কিন্তু বিভাগটির মৌলিক পরিচিতি ধরে রাখতে এবং ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে নাম পুনরায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।”

চলতি বছরের জানুয়ারিতে বিভাগের সিনিয়র শিক্ষক ও বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটি বিভিন্ন ধাপের মতবিনিময় শেষে নাম পরিবর্তনের সুপারিশ করে। পরে সেই সুপারিশ একাডেমিক সভায় অনুমোদিত হয় এবং তা পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে। একাডেমিক কাউন্সিল অনুমোদন দেওয়ার পর সিন্ডিকেটের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, নতুন নাম বিভাগের পরিচয়কে আরও স্পষ্ট করবে এবং সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা ও পেশাগত পরিচয় নির্ধারণে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

scroll to top