লঘুচাপের পূর্বাভাস: মে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড়ের শঙ্কা

মে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড়ের শঙ্কা। ছবি: সংগৃহীত

মে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড়ের শঙ্কা। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে জানান, লঘুচাপটি আগামীকাল ২৭ মে (মঙ্গলবার) তৈরি হতে পারে। মে মাস ঘূর্ণিঝড়প্রবণ মাস হিসেবে পরিচিত এবং এই সময়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির উপযোগী রয়েছে। যদি এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, তবে এর নাম হবে ‘শক্তি’, যা শ্রীলঙ্কার দেওয়া।

এদিকে, গত শনিবার (২৫ মে) বাংলাদেশের উপকূলীয় এলাকা টেকনাফ দিয়ে এবং রোববার (২৬ মে) ভারতের কেরালা উপকূলে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটেছে। সাধারণত ১ জুন বাংলাদেশে মৌসুমী বায়ুর আগমন ঘটলেও, এবার ১৬ বছর পর নির্ধারিত সময়ের আগে এর আগমন ঘটল।

এর আগে, ২০০৯ সালে প্রায় একই দিনে মৌসুমি বায়ু প্রবেশ করেছিল। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, মৌসুমী বায়ু যত দিন বাংলাদেশে থাকবে, তত দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মৌসুমী বায়ুর আগাম আগমনের ফলে এবার আগেই বৃষ্টি শুরু হয়েছে।

আজ সোমবার (২৬ মে) সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। আগামীকালের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এসময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের এই তথ্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে, আগামী দিনগুলোতে দেশের আবহাওয়া পরিস্থিতি আরও অস্থির থাকতে পারে। তাই সংশ্লিষ্ট সকল মহলকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানানো হচ্ছে।

Leave a Reply

scroll to top