রাজধানীর মিরপুরে দিনের আলোয় প্রকাশ্যে গুলি চালিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সময় নিজের বাসা মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেন থেকে অফিসে যাওয়ার পথে সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় পৌঁছালে মাহমুদুলের পথরোধ করে দুটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত। তারা তার কাছে থাকা টাকা দাবি করে। রাজি না হলে এক দুর্বৃত্ত কোমরের বাম পাশে গুলি করে এবং সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত মাহমুদুল বলেন, “আমি বাসা থেকে অফিসে যাচ্ছিলাম। পথে হঠাৎ কয়েকজন অস্ত্রধারী আমার পথ আটকায়। তারা টাকার জন্য চাপ দিতে থাকে। রাজি না হওয়ায় গুলি করে আমাকে আহত করে এবং টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়।”
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে।
পুলিশ বলছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে কাজ করছে ডিবি ও র্যাব।”
তিনি আরও জানান, “আহত ব্যবসায়ীর পরিবার থেকে প্রাথমিকভাবে জানা গেছে, তার কাছে ২২ লাখ টাকা ছিল, যা ছিনতাইকারীরা নিয়ে গেছে। ঘটনার তদন্ত চলছে, দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
আহত মাহমুদুল ইসলামের গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় বসবাস করছেন এবং মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত।
এই ঘটনায় মিরপুরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনের আলোয় এমন সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় নগরবাসী নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।