রাজধানী ঢাকার কাকরাইল মোড় ও ডিএসিসি কার্যালয়ের সামনে সড়ক অবরোধ কর্মসূচির কারণে বৃহস্পতিবার সকাল থেকেই তীব্র যানজটের ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আন্দোলনকারীদের অবরোধের কারণে বন্ধ হয়ে আছে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল। একদিকে তিন দফা দাবিতে কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান। অন্যদিকে ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো গুলিস্তানে দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কার্যালয়ের সামনের সড়ক বন্ধ করে আন্দোলন চলছে।
কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান
টানা দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বাজেট বৃদ্ধি, আবাসন সমস্যা এবং দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের দাবিতে মঙ্গলবার ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। বুধবার রাতেও শিক্ষার্থীরা রাস্তা ছাড়েননি। অবরোধের কারণে কাকরাইল, সেগুনবাগিচা, পল্টন, মালিবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিসগামী মানুষ ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয় সকাল থেকে রাত অবধি। অনেকেই বাধ্য হয়ে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে পৌঁছান।
বৃহস্পতিবার সকালে কাকরাইল এলাকায় গিয়ে দেখা যায় আন্দোলনকারীদের কেউ সড়কে শুয়ে আছেন, কেউ বসে আছেন। ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘চুপ কেন যমুনা, খালি হাতে ফিরবো না’ এমন নানা স্লোগানও দিচ্ছেন তারা।
বুধবার বিকেলে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার হলেও আজ আবার অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। যে কারণে সকাল আটটা থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে পড়ে যানজট। শিক্ষার্থীরা জানান, বারবার আশ্বাস পেয়েও সমস্যার সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে ২য় দিনের মতো অবস্থান
অপরদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা। এতে করে গুলিস্থান মাজারের দিক থেকে বঙ্গবাজারের দিকের সড়কের দুইপাশে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার গুলিস্থান ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে : নগরবাসী’ ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে আজও জড়ো হয়েছেন তারা।
জনদুর্ভোগ চরমে
শিক্ষার্থী এবং বিএনপি নেতাকর্মীদের এই অবস্থানের কারণে সড়কে যানচলাচল বন্ধ হয়ে রয়েছে। একাধিক স্থানে অবরোধের ফলে রাজধানীবাসীকে দুর্বিষহ ভোগান্তির শিকার হতে হয়েছে। বিশেষ করে গরমের মধ্যে গণপরিবহন বন্ধ থাকায় নারী ও শিশুদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষ দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে।