জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে চিকিৎসাধীন থাকার পর রোববার বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান, তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন এবং সম্প্রতি লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
ব্যারিস্টার রাজ্জাক এক সময় জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে তিনি যুক্তরাজ্যে চলে যান এবং ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে দলটি থেকে পদত্যাগ করেন। এরপর তিনি ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) গঠনে অগ্রণী ভূমিকা রাখেন এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তবে ২০২৫ সালের ১৭ আগস্ট এই পদ থেকেও তিনি পদত্যাগ করেন।
দীর্ঘ এক যুগ প্রবাসে কাটিয়ে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর তিনি দেশে ফিরে আবারও সক্রিয়ভাবে আইন পেশায় যুক্ত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশের বিচারব্যবস্থার বিভিন্ন বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এক বিবৃতিতে তারা বলেন, “ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও আইনজীবী সংগঠনের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে জন্মগ্রহণকারী আব্দুর রাজ্জাক ১৯৮০ সালে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০২ সালে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি লাভ করেন।