ওপার বাংলার পাশাপাশি এপার বাংলায় বেশ জনপ্রিয় এক জুটির নাম অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। ১৩ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করবেন বলে জানিয়েছে এ তারকা জুটি। বিয়ের খবর প্রকাশ্যে আসার দিন কয়েকের মধ্যেই এবার প্রকাশ্যে এসেছে দুজনের বিয়ের পোশাক পড়া ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে টলিউডের বহু চর্চিত এই তারকা জুটির কয়েকটি ছবি। আর তা দেখেই ভক্তদের মনে প্রশ্ন, তাহলে কি শুভ কাজটা সেরেই ফেলনেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক ছবিতে লাল বেনারসি, সোনার গয়নায় সাবেকি সাজে দেখা গেছে ঐন্দ্রিলাকে। মিষ্টি রঙের ধুতি-পাঞ্জাবিতে দেখা মিলল অঙ্কুশের। এমনকী, কালো সারি ও পাঞ্জাবিতে রিসেপশনের লুকেও হাজির ছিলেন দু’জন।
তবে বিয়েটা এখনো করেনি এই জুটি। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের বিয়ের নতুন কালেকশনের প্রচারেই এই লুকে হাজির হয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। এর আগে এক ভিডিওতে দেখা গেছে, ঐন্দ্রিলার শাড়ির কেনাকাটা চলছে তুঙ্গে, নিজের পাঞ্জাবি কেনার কথা বলতেও ছাড়লেন না অঙ্কুশ। ১৩ বছরের সম্পর্কের পর নতুন পথ চলার শুরু করছেন তারা, এমনটাই জানালেন। এরপরই বিয়ের সাজে হাজির হলেন দুজন।