রাঙ্গাবালীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

New-Project-11-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে চলছে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ। এর ধারাবাহিকতায় পটুয়াখালীর রাঙ্গাবালীতেও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাঙ্গাবালীর পুলঘাট বাজারে ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আমরা কৃষকদের অধিকার আদায়, কৃষির উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের সহায়তা নিশ্চিত করতে কাজ করছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কৃষকরা তাদের প্রকৃত অধিকার ফিরে পাবে।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীর অধিকার আদায়ে বীজের সঠিক মূল্য নির্ধারণ, বিনামূল্যে সরকারি বীজ সহায়তা ও কৃষকদের সকল প্রকার সহায়তা দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তারা। এ ধরনের কৃষক সমাবেশ দেশের কৃষক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়ন কৃষক দলের সভাপতি কবির হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে পটুয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু, সদস্য সচিব তরিকুল ইসলাম ইভান, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হারুন হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আহাত মুনিজ, রাঙ্গাবালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর খলিফা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল ইমরান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজিজ মাহমুদ, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ মুন্সি, দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাত হোসেন মীর, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল প্যাদাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

scroll to top