১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে ভুলে গেলে চলবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহার করা উচিত। তিনি বলেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না।
শুক্রবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালকে পিছিয়ে রেখে আরেকটি ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র হচ্ছে। মূল ইতিহাস থেকে জাতিকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে। গত ১৫ বছরের মতো আবার কেউ যাতে ইতিহাসকে বিকৃত না করতে পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।
শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে সক্রিয়ভাবে কাজ করছেন। এটিকে প্রতিহত করতে ঐক্য ধরে রেখে সবাইকে সতর্ক থাকতে হবে।
রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তথ্য উপদেষ্টা মো: নাহিদ ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘উনি কেন, কী বুঝাতে চাচ্ছেন? জানি না। গভীরতা কী? জানি না। এ সরকারকে তো আমরা সকলে মিলে সমর্থন দিয়ে যাচ্ছি। জনগণ সমর্থন দিচ্ছে। বিএনপি সমর্থন দিচ্ছে। তাদের কাজ একটা পরিবেশ তৈরি করা।
তথ্য উপদেষ্টার বক্তব্যের তীব্র নিন্দা ও তা প্রত্যাহারের আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। প্রতিটা কথা মেপে বলা দরকার। এমন কথা বলবেন না, যাতে পতিতরা সুযোগ পেয়ে যায়। তারা যেন ফিরে আসতে না পারে সেজন্য ঐক্য ও মেধা দিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করতে ও ভয় পাইয়ে দিতে তরুণ ও বুদ্ধিজীবীদের আয়না ঘরে নিয়েছিল। একে মারো, একে ধরো, এটা হতে দেয়া যায় না। গণতন্ত্র হচ্ছে পরমতসহিষ্ণুতা বলে উল্লেখ করেন তিনি।
নেতাকর্মীদের প্রতি আবারো নির্দেশনা দিয়ে তিনি বলেন, আপনারা মনে করছেন হাসিনা পালিয়ে গেছে, শেষ। না, আমাদের সামনে আরো বেশি কাজ। নির্বাচন শেষ হলেই কাজ শেষ নয়, গণতন্ত্র পুনরুদ্ধার না করা পর্যন্ত কাজ করতে হবে, আমাদের কাজ দীর্ঘসময়ের।