ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার

New-Project-25-2.jpg
নিজস্ব প্রতিবেদক

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে বিক্ষোভ ও হামলার ঘটনার পর রাজধানী ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে সরকার।
সোমবার (২ ডিসেম্বর) রাত থেকে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ।

ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ সূত্রে জানা গেছে, ভারতীয় দূতাবাসকেন্দ্রিক স্বাভাবিকের তুলনায় সোমবার(২ ডিসেম্বর) রাত থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ভারতীয় দূতাবাসের সামনে ও এর আশপাশ এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ডিসি মোহাম্মদ নূরে আলম গণমাধ্যমকে বলেন, ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগ থেকে ভারতীয় দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুলশান বিভাগ ও ট্রাফিক বিভাগও নিরাপত্তায় কাজ করছে। ওই এলাকায় নিয়মিত তল্লাশি চৌকিও রয়েছে।

তিনি আরো বলেন, আমরা কোনো কিছু আশঙ্কা করছি না। তবে আগরতলার ঘটনার পর স্বাভাবিকভাবেই ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply