শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করার জন্য অন্তবর্তী সরকারকে তাড়া দিচ্ছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও ২০২৫ সালের মধ্যেই নির্বাচন চায় দলটি। দেশের প্রথম সারির গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
আবদুল মঈন খান বলেন, আমরা সবাই প্রত্যাশায় আছি নতুন বছর ২০২৫ সালের দিকে। নতুন বছর বাংলাদেশের মানুষের জন্য নতুন বার্তা নিয়ে আসবে। ১৮ কোটি মানুষের প্রত্যাশা বিবেচনায় এনে ২০২৫ সালের মধ্যে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণ অধিকার ফিরিয়ে দেবেন- এমনটাই প্রত্যাশা করি।