নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণ, সাতজন দগ্ধ

New-Project-51.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

নারায়ণগঞ্জের বাণিজ্যিক গ্যাস লাইন থেকে অবৈধভাবে আবাসিক গ্যাস লাইনের সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। এতে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর স্বর্ণ পট্রি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গত রাতে নারায়ণগঞ্জ থেকে সাতজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে মিজান ১৯, জাহাঙ্গীর আলম ১০, রিপন ৯, সুলতান ২০, শাহজালাল ৭, মো. জয় ২২ ও রাজু ২ শতাংশ দগ্ধ হয়েছেন।

তিনি আরও জানান, এদের মধ্যে চারজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে। আর বাকি তিনজনের দগ্ধের পরিমাণ কম থাকায় তাঁদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে এবং দুপুরের দিকে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

 

Leave a Reply

scroll to top