২৪ ঘণ্টায় ডেঙ্গু আরো ৬ জনের মৃত্যু

New-Project-6-1.jpg
নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হলো ৩২০ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৬৪ জন, দক্ষিণ সিটিতে ১৪৩, ঢাকা বিভাগে ৩৩৮, বরিশালে ৮৯, চট্টগ্রামে ১৮৫, খুলনায় ১৭১, রাজশাহীতে ৩৪, ময়মনসিংহে ৩৩, রংপুরে ৩৬ ও সিলেটে ৪।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ২৫৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ৩০৪ জন।

Leave a Reply

scroll to top