আরও ৫৮জন এসআইকে অব্যাহতি

19663889_11.jpg
নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমি থেকে ৪০তম ক্যাডেট ব্যাচের আরো ৫৮ জন শিক্ষানবিশ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) ইনামুল হক সাগর।
তিনি বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের কারণে ৪০তম ক্যাডেট ব্যাচে প্রশিক্ষণরত ৫৮ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে’।
এর আগে গত ২২ অক্টোবর প্রথম দফায় ২৫২ জন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়।
জানা যায়, ৪০তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। শেষ হওয়ার কথা ছিল আজ ৪ নভেম্বর।

Leave a Reply

scroll to top