শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার

New-Project-1-14.jpg
নিজস্ব প্রতিবেদক

নব্বইয়ের দশকের ভয়ঙ্কর দুই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করে।

আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে মোট আটজনকে আটক করা হয়েছে। বিকেল ৫টায় একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

তিনতলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে মূলত এই দুই শীর্ষ সন্ত্রাসীকে ধরা হয় বলে জানিয়েছেন সেখানে থাকা শিক্ষার্থীরা। ওই ভবনের দোতলা ও তিনতলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেস হিসেবে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র জানান, “নিচতলার বাসাটি দেড় মাস আগে ভাড়া নেওয়া হয়। সেভাবে কাউকে দেখাও যেত না। তবে মাঝেমধ্যে মোল্লা মাসুদকে তিন বেলা খাবার আনতে দেখা যেত। সুব্রত বাইনকে কেউ দেখেনি।”

অতীত অপরাধজগতের দুই আলোচিত নাম

সুব্রত বাইন ৯০-এর দশকে ঢাকার ত্রাস ছিলেন। শীর্ষ সন্ত্রাসী আরাভ, জিসান ও মকবুলদের সঙ্গে ছিল তার যোগ। ঢাকা ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, খুন, সন্ত্রাস ও টেন্ডারবাজির ঘটনা ছিল তার নিত্যদিনের কাজ। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

অপরদিকে, মোল্লা মাসুদ ছিল পুরান ঢাকাকেন্দ্রিক অপরাধ জগতের আরেক বড় নাম। মোহাম্মদপুর, লালবাগ ও চকবাজার এলাকায় একসময় তার নিয়ন্ত্রণ ছিল। তার বিরুদ্ধে গুলশান, বনানী ও ধানমন্ডিতে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়েও তারা বাংলাদেশে গোপনে প্রবেশ করে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল বলে ধারণা করছে গোয়েন্দা সংস্থাগুলো।

তবে এ অভিযানে কুষ্টিয়া জেলা পুলিশের কেউ অংশ নেননি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। তিনি বলেন, “আমরা গণমাধ্যমে গ্রেপ্তারের খবর পেয়েছি। বিষয়টি খোঁজ নিচ্ছি।”

আইএসপিআরের সংবাদ সম্মেলনে এদের অবস্থান, অপরাধ সংশ্লিষ্টতা ও ভবিষ্যৎ আইনি পদক্ষেপ সম্পর্কে আরও তথ্য জানানো হবে বলে জানা গেছে।

 

Leave a Reply

scroll to top