জুবাইদা রহমানের আপিল শুনানি ২৬ মে পর্যন্ত মুলতবি

New-Project-26.png

ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডের রায় বাতিল চেয়ে ডা. জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি আগামী ২৬ মে, সোমবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এই আপিলের শুনানি শুরু হলে জুবাইদা রহমানের পক্ষে আংশিক শুনানি নিয়ে মুলতবির আদেশ দেন আদালত।

এদিন আদালতে জুবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঞা। সঙ্গে ছিলেন ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

জানা গেছে, আজকের শুনানিতে জুবাইদা রহমানের আইনজীবীরা বিচারিক আদালতের রায়, মামলার এজাহার ও অভিযোগপত্র নিয়ে প্রাথমিক আলোচনা করেন। আদালতের পক্ষ থেকে এসব নথি পর্যালোচনা করা হয়। পরবর্তী শুনানির দিন অর্থাৎ ২৬ মে মামলার মূল যুক্তিতর্ক উপস্থাপন শুরু হতে পারে।

এর আগে, গত ১৪ মে হাইকোর্ট ডা. জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন প্রদান করেন। একইসঙ্গে, বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ডও স্থগিত করা হয়।

এর একদিন আগে, গত ১৩ মে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে আপিল দায়েরের ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করে আপিলের সুযোগ দেন হাইকোর্ট।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, ডা. জুবাইদা রহমান এবং তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা।

সেই মামলায় ২০২৩ সালে ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান তারেক রহমানকে ৯ বছর ও জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন। এরপর সরকারের নির্বাহী আদেশে জুবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়।

Leave a Reply

scroll to top