জব্বার মন্ডলের ওপর হামলার ভিডিও ভুয়া

New-Project-21.png

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনাটি দেশের ভোক্তা অধিকার সুরক্ষা কার্যক্রমের সাথে জড়িত কর্মকর্তাদের নিরাপত্তা এবং তাদের কাজের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে দ্রুত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করছেন কেউ কেউ।

গতকাল বুধবার (২১ মে) জব্বার মন্ডল গণমাধ্যমকে জানিয়েছেন, তার সঙ্গে কখনো এ রকম কোনো ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, এ ভিডিওটি সম্পূর্ণ ভুয়া।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, কোনো এক ব্যস্ত সড়কে বেশ কয়েকজন মানুষ জব্বার মন্ডলের মতো দেখতে হালকা আকাশী রঙের জামা পরা এক ব্যক্তিকে শার্টের কলার ধরে এলোপাথাড়ি কিল-ঘুষি মারছেন। তবে, ভিডিওটি সঠিক নয় বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওর সেই ব্যক্তিটি সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় আওয়ামী লীগের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। গত মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার দিকে স্থানীয় জনগণ তাকে বেধড়ক পেটানোর পর পুলিশে সোপর্দ করেছে। ওই চেয়ারম্যানের নাম নির্মলেন্দু দাশ ওরফে রানা। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি চেয়ারম্যান। এ ছাড়া তিনি নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

এর আগে, মো. আব্দুল জব্বার মন্ডলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছিলেন তিনি। সোমবার (৩১ মার্চ) রাজধানীর তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন।

ওই সময় ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি লেখেন, আমার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ তৈরি করা হয়েছে। এই অননুমোদিত কার্যকলাপের বিষয়ে তিনি ইতোমধ্যেই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে ১৬৯৯ নম্বরের একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে ওই পোস্টে তিনি উল্লেখ করেন।

একইসঙ্গে তিনি জনসাধারণকে এই ধরনের ভুয়া অ্যাকাউন্ট বা পেজ সম্পর্কে সতর্ক থাকতে এবং বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

scroll to top