নিউইয়র্ক শহরের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণজাহাজ ‘কুয়াউথেমক’ ধাক্কা দেওয়ার ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মেক্সিকান নৌবাহিনী। দুর্ঘটনাটি ঘটে শনিবার (১৭ মে) সন্ধ্যায়, যখন বিশাল পালতোলা জাহাজটি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় এর উঁচু মাস্তুল ব্রিজের সঙ্গে ধাক্কা খায়।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর
বিবিসি, গার্ডিয়ান ও অ্যাসোসিয়েটেড প্রেসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাস্তুলগুলো ব্রিজের নিচে আটকে গিয়ে ধসে পড়ে। সেই সময় কয়েকজন নাবিক মাস্তুলের ওপরে অবস্থান করছিলেন এবং মাস্তুল ভেঙে পড়ে আহত হন অনেকে। মাস্তুলের ক্রসবিমে ঝুলতে থাকা ইউনিফর্ম পরা নৌ-ক্যাডেটদের দেখা যায়। তবে পুলিশ নিশ্চিত করেছে, কেউ পানিতে পড়ে যাননি এবং সব আহতই জাহাজের ভেতরে ছিলেন।
সৌহার্দ্য সফরে এসেছিল জাহাজটি
জাহাজটি ‘সৌহার্দ্য সফর’-এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছিল। নিউইয়র্ক সফরের অংশ হিসেবে এটি দক্ষিণ স্ট্রিট সিস্পোর্ট মিউজিয়ামের সহ-আয়োজনে দর্শনার্থীদের জন্য খোলা ছিল। মিউজিয়াম কর্তৃপক্ষ জানায়, জাহাজটি ১৯৮১ সালে স্পেনের বিলবাও শহরের সেলায়া শিপইয়ার্ডে নির্মিত হয়। নিউইয়র্কে প্রচারণামূলক সফরের সময় প্রায় ২৯৭ ফুট লম্বা এবং ৪০ ফুট চওড়া মেক্সিকান নৌবাহিনীর একটি পালতোলা জাহাজ ব্রুকলিন ব্রিজের সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার সময় জাহাজে ছিলেন ২৭৭ জন
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট ২৭৭ জন ছিলেন এবং ব্রুকলিন ব্রিজে কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। প্রাথমিক পরিদর্শনের পর উভয় দিকেই যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট আহতদের সেবা দিচ্ছে এবং নিউইয়র্ক ইমার্জেন্সি ম্যানেজমেন্ট (NYCEM) জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সাড়া দেওয়া হয়েছে।
নিউইয়র্ক পুলিশ সাধারণ মানুষকে ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটনের সাউথ স্ট্রিট সিস্পোর্ট ও ব্রুকলিনের ডাম্বো এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে। এলাকায় যানজট ও জরুরি যানবাহনের ভিড় থাকবে বলেও সতর্ক করা হয়েছে।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত মেক্সিকান রাষ্ট্রদূত ও কর্মকর্তারা আহত ক্যাডেটদের পাশে রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং ধারণা করা হচ্ছে এটি কোনো যান্ত্রিক ত্রুটির ফল।
স্থগিত সফর
প্রতি বছর নৌ সামরিক স্কুলের ক্লাস শেষে ক্যাডেটদের প্রশিক্ষণ শেষ করার জন্য জাহাজটি রওনা দেয় বলে জানা গেছে। এই বছর, এটি ২৭৭ জন যাত্রী নিয়ে ৬ এপ্রিল মেক্সিকান বন্দর আকাপুলকো ত্যাগ করে এবং ১৫টি দেশের ২২টি বন্দর পরিদর্শন করার লক্ষ্যে যাত্রা শুরু করেছিল। যার মধ্যে রয়েছে কিংস্টন, জ্যামাইকা; হাভানা, কিউবা; কোজুমেল, মেক্সিকো; এবং নিউ ইয়র্ক। নিউইয়র্ক সফর শেষে এর পরবর্তী গন্তব্য ছিল আইসল্যান্ড। মোট ২৫৪ দিনের পরিকল্পিত সফরে ১৭০ দিন সমুদ্রে ছিল পার করেছিল জাহাজটি। তবে দুর্ঘটনার কারণে স্থগিত হয়েছে সফর।
ব্রুকলিন ব্রিজের ইতিহাস
১৮৮৩ সালে উদ্বোধন হওয়া ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজ প্রায় ১,৬০০ ফুট দীর্ঘ। এটি নিউ ইয়র্ক সিটির অন্যতম ব্যস্ত ব্রিজ, যেখানে প্রতিদিন এক লাখের বেশি যানবাহন এবং আনুমানিক ৩২ হাজার পথচারী চলাচল করেন। ব্রিজটির ওয়াকওয়ে পর্যটকদের জন্যও একটি বড় আকর্ষণ।