টানা দ্বিতীয় দিনে কাকরাইলে অনড় অবস্থানে জবি শিক্ষার্থীরা

New-Project-3-7.jpg

অনড় অবস্থানে জবি শিক্ষার্থীরা

২৪ ঘণ্টা বাংলাদেশ

টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তিন দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে তারা বুধবার গভীর রাতেও রাজপথ ছাড়েননি। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, দাবি মানা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

সরাসরি কাকরাইল মোড়ে দেখা গেছে, শিক্ষার্থীরা রাতভর সড়কে শুয়ে-বসে আন্দোলনে অংশ নিচ্ছেন। অনেকেই খোলা আকাশের নিচে ঘুমিয়েছেন, আবার কেউ কেউ গভীর রাতেও স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

শিক্ষার্থীদের দাবি প্রতুশ্রুতি পেলেও বাস্তবে মিলেনি ফল

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আগেও বহুবার আবাসন সংকট নিরসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবে রূপ পায়নি। এবার তারা প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না—তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়ে দেন।

বুধবার সকাল ১১টায় ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে জবি ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন শতাধিক শিক্ষার্থী। পথে একাধিক পুলিশি ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যান কাকরাইল মোড় পর্যন্ত। সেখানে পুলিশের বাধার মুখে পড়লে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৩৮ জন আহত হন।

এর আগে, সোমবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে এক ছাত্র-শিক্ষক সমাবেশ করে দাবি আদায়ের ডাক দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষকরা ইউজিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। তবে দাবি বাস্তবায়নের কোনো নিশ্চয়তা না পাওয়ায় শিক্ষার্থীরা লং মার্চের কর্মসূচি ঘোষণা করেন।

দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস উপদেষ্টা মাহফুজের

বুধবার রাত ১০টার দিকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে জবির সমস্যা দ্রুত সমাধান করা হবে মর্মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের আশ্বাসের পরও তিন দফা দাবিতে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার  দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা একাত্মতা পোষণ করে আন্দোলন চালিয়ে যাওয়ার এই ঘোষণা দেন।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্রুত বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “যে কোনো যৌক্তিক দাবির ব্যাপারে সরকার ইতিবাচক অবস্থানে আছে।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

  • ২০২৫-২৬ অর্থবছর থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর করতে হবে।
  • প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন করতে হবে।
  • জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় অনুমোদন দিয়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

Leave a Reply

scroll to top