সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে। চলমান তাপপ্রবাহ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
বুধবার (৭ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি কোথাও কোথাও তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু করে পরবর্তী কয়েক দিনেও দেশের বেশিরভাগ এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ৯ মে শুক্রবার এবং ১০ মে শনিবারেও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে তাপমাত্রা দিনে ও রাতে কিছুটা বাড়তে পারে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
রোববার (১১ মে) কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। এদিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অংশে আবহাওয়া থাকবে শুষ্ক।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং এর ফলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
আবহাওয়ার খবর: সর্বদা, সর্বশেষ আবহাওয়ার খবর জানতে ২৪ ঘন্টা বাংলাদেশ-এর সাথেই থাকুন।