তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, বর্তমান সময়ে গুজব ও অপতথ্য অন্যতম বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের ফ্যাক্ট চেকিং ও ডিজিটাল ভেরিফিকেশন বিষয়ে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।
রবিবার (৪ মে) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে ডিজিটাল ভেরিফিকেশন ও ফ্যাক্ট চেকিং বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রশিক্ষণটি আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়।
তিনি বলেন, “গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে। তথ্যের উৎস যাচাই ও বিশ্লেষণে প্রযুক্তির ব্যবহার জানা আবশ্যক।”
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্যাক্ট চেকারদের দ্বারা প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে, যা কর্মকর্তাদের বাস্তব সক্ষমতা বৃদ্ধি করবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তথ্য কর্মকর্তারা জনগণ ও সরকারের মাঝে সেতুবন্ধ হিসেবে কাজ করছেন।
প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর জেলা পর্যায়ে কার্যকর ফ্যাক্ট চেকিংয়ের জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন এবং সরকারের নির্দেশনার প্রত্যাশা জানান।