দেশের রাজনৈতিক পট পরিবর্তন পর থেকেই বেশ সক্রিয় হয় উঠেছে রাজধানী ঢাকা। ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন। প্রতিদিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। আজ বুধবার (৩০ এপ্রিল) দিনের শুরুতেই উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
প্রধান উপদেষ্টার কর্মসূচি
সকাল ৯টায় কুর্মিটোলায় (এ কে খন্দকার বিমানঘাঁটি) বিমানবাহিনীর বার্ষিক মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাণিজ্য উপদেষ্টার কর্মসূচি
বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা সভায় উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শিল্প উপদেষ্টার কর্মসূচি
বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা সভায় উপস্থিত থাকবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি
বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা সভায় উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
সংস্কৃতি উপদেষ্টার কর্মসূচি
বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা সভায় উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বিএনপির কর্মসূচি
বিকেল সাড়ে ৫টায় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাটে নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের সঙ্গে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এ ছাড়া সকাল ১০টায় মতিঝিল শাপলা চত্বরে শ্রমিক দলের লিফলেট বিতরণ।