হজের খুতবা এবার ২০ ভাষায় অনূদিত হবে
হজের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো হজের খুতবা। প্রতি বছর ৯ জিলহজ মসজিদে নামিরা থেকে আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করা হয়। বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করা এই খুতবা তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভাষায় অনূদিত হয়। এবারও বাংলাসহ বিশ্বের ২০টি ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে।
যেসব ভাষায় খুতবা অনুবাদ হবে তা হলো— বাংলা, ফ্রেঞ্চ, মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো ও জার্মান।
বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু ২৯ এপ্রিল
এ বছর বাংলাদেশের হজ ফ্লাইট শুরু হবে ২৯ এপ্রিল থেকে এবং চলবে ৩১ মে পর্যন্ত। চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৪৪৬ হিজরির ৯ জিলহজের হজ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৫ জুন।
সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী, মোট ৭৫৩টি এজেন্সির অধীনে এসব হজযাত্রী ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।
প্রস্তুতিতে বিশেষ নজর
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কঠোর মনিটরিং এবং তত্ত্বাবধানে এবার সময়মতো মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ এবং ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তির কাজ সম্পন্ন হয়েছে। বেসরকারি এজেন্সিগুলো ১৪ ফেব্রুয়ারির মধ্যে এসব কার্যক্রম শেষ করেছে।