ভুটানকে ৭-১ গোলে হারিয়ে নারী সাফের ফাইনালে বাংলাদেশ

New-Project-87.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

দুই বছর আগে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পথে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার গোল একটা কম হলেও সেই বড় ব্যবধানেই ভূটানকেই বিধ্বস্ত করে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। তহুরার হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অধিনায়ক সাবিনা খাতুন করেছেন দুই গোল। একটি করে গোল ঋতুপর্তা এবং মাসুরা পারভিনের।

প্রথমার্ধ থেকেই ভুটানের উপর চড়াও হয়ে খেলেছে সাবিনারা। শুরুর গোল পেতেও বেশি বেগ পেতে হয়নি। রবিবার নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ম্যাচের শুরু থেকেই বল পজিশনে নিয়ে খেলতে বাংলাদেশ। ম্যাচের ৭ম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ঋতুপর্না। তারপর যেন আর থামার নাম নেই। ১৫ মিনিটে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন তহুরা। ডি বক্সের ঠিক সামনে থেকে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন তহুরা। ২৫ মিনিটে সাবিনার গোলে বাংলাদেশ লিড নেয় ৩-০ গোলে।

ম্যাচের ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তহুরা। ৩৭ মিনিটে ফের সাবিনার আঘাত। এবার গোলরক্ষক রুপনার বাড়ানো বল মধ্যমাঠ থেকে নিয়ে এগিয়ে যান বাংলাদেশ অধিনায়ক। বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ডানপ্রান্ত দিয়ে তিনি বল জালে জড়ান। ৪২ মিনিটে এক গোল শোধ করে ভুটানের মেয়েরা। ডেকি লাজনের নেওয়া শট পা বাড়িয়েও ঠেকাতে ব্যর্থ হয়েছেন রুপনা। তহুরা খাতুন ও অধিনায়ক সাবিনার জোড়া গোলে প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল ৫-১ গোলে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৫৭ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। অনেকটা ফাকায় দাঁড়িয়ে ডি বক্সে ঢুকে বল জালে জড়ান তহুরা। পূরণ করেন হ্যাটট্রিক। ৭১ মিনিটে গোল করেন মাসুরা পারভিন। সানজিদার নেওয়া কর্নার কিক দারুণ হেডে জালে জড়ান এই রক্ষণভাগের ফুটবলার। এরপর আর গোল না হলে ৭-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Leave a Reply

scroll to top