খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সংঘর্ষের ঘটনায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা।আজ বিকাল ৪ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে কুয়েট শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের ঘটনাকে নিন্দা জানিয়ে একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে রাবির সাধারণ শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন: আমরা দেখেছি যে কুয়েটে কারা সংঘর্ষ ঘটিয়েছে এবং কারা কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।একদল লোক কুয়েটের শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছ আবার ঐ আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদেরই হামলাকারীদের সাথে মিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বহিষ্কার করেছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের পাশে আছি। তাদের উপর কোনো অবিচার আমরা সহ্য করবো না। আমরা বিকাল ৪ টায় প্যারিস রোডে তাদের প্রতি অবিচারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করবো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী কাওছার আহমেদ বলেন:কুয়েটের শিক্ষার্থীরা আমাদের ভাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাথে যে অন্যায় করেছে তা আমরা রাবি শিক্ষার্থীরা মেনে নিবো না।আমরা কুয়েটের ভাইদের পাশে আছি।