এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নববর্ষের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে নবায়ন করা, হালখাতার মাধ্যমে ধার-দেনা শোধ করা। আমরা চাই রাষ্ট্রেরও নবায়ন হোক।
সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় ইস্কাটন গার্ডেনের নেভি গলিতে ‘এনসিপি বৈশাখ উদযাপন ১৪৩২’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘রাষ্ট্র যদি গুণগত মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে না যায়, যদি একই রাষ্ট্র থেকে যায় তাহলে আমাদের জুলাই বিপ্লব ব্যর্থ হবে।’
তিনি বলেন, নববর্ষের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে নবায়ন করা, হালখাতার মাধ্যমে ধার-দেনা শোধ করা। আমরা চাই রাষ্ট্রেরও নবায়ন হউক। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই নবায়নের সূচনা হয়েছে। জুলাই বিপ্লব আমাদের নতুন রাষ্ট্র, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি করেছে।
তিনি আরও বলেন, গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আমরা গণপরিষদ এবং আইন সভা নির্বাচনের দিকে এগোতে চাই। ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে। আমরা ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাবো।
এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, দীর্ঘ সময় ধরে সব সংস্কৃতি নষ্ট করার পায়তারা করা হয়েছিল। আমরা নতুন যে বছর পেয়েছি তা বাংলাদেশের মানুষের জন্য শান্তির বার্তা আনবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের যেসব সংস্কার প্রয়োজন, সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে। যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন চালিয়ে নিতে পারে।
তিনি বলেন, আমরা অনেকক্ষেত্রেই বাংলা সনকে ভুলে যাই অথচ আমাদের প্রান্তিক পর্যায়ের কৃষকরা এখনো চাষাবাদের আয়োজন বাংলা মাসের হিসেবেই করেন। অনেক ক্ষেত্রে বাংলা সনকে অবহেলার মধ্য দিয়ে যেতে হয়। আমরা আশা করবো রাষ্ট্রীয় পর্যায়ে যেন আমরা বাংলা সনের গুরুত্ব অনুধাবন করি।