“জাতীয় শিক্ষক দিবস” ঘোষণার দাবিতে রাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

New-Project-69-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

শহিদ ড. জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে এই কর্মসূচি পালন করে। কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব বলেন, উনসত্তরের গণঅভ্যুত্থানে ও একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদ জোহার আত্মত্যাগের গুরুত্ব অনেক। তাৎপর্যের দিক থেকে দিবসটি সমগ্র দেশজুড়ে পালিত হওয়ার কথা। তবে দীর্ঘদিনের দাবির পরও সেটা এখনও হয়নি। অবিলম্বে দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি করছি।

কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি রায়হান ইসলাম বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে শহিদ জোহার অবদান অসামান্য। এই দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও সেটা হয়নি। যা মহান এই শিক্ষকের আত্মত্যাগ ও বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ইতিহাসের অমর্যাদা। অবিলম্বে দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি জানাই। এই গণস্বাক্ষর ও গণবিবৃতি কর্মসূচি চলমান থাকবে।

এসময় অবিলম্বে দিবসটি ’জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার জোর দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ উদ্দীন খান।

উল্লেখ্য, ড. সৈয়দ শামসুজ্জোহা বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবি। তাঁর নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি চত্ত্বর ( জোহা চত্ত্বর) ও একটি আবাসিক হল ( শহীদ শামসুজ্জোহা হল) রয়েছে।এছাড়া তাঁর শহীদ দিবস প্রতিবছর যথাযথ মর্যাদায় পালন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়

Leave a Reply

scroll to top