শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বার্হিবিশ্বে বেশ আলোচনায় বাংলাদেশ। এ নিয়ে সংবাদ প্রচার করেছে বেশ অনেক সংবাদ মাধ্যম। তবে বাংলাদেশ নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করে সমালোচিত ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। তবে এবার সমালোচিত কোন বিষয় নয় আলোচিত এই সাংবাদিক ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন।
শুক্রবার আসরের নামাজের পর ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতে গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে বিয়ে করেন সাজিস। রাতে ওই ফেসবুক পোস্টে সারজিসের বিয়ের খবরে শুভেচ্ছা জানিয়েছেন ময়ূখ রঞ্জন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘থাকবে না Md Sarjis Alam আর আইবুড়া থাকবে না। লড়াই চলতে থাকবে তবে আজ যুদ্ধবিরতি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক, সুবক্তা ছোট ভাই সার্জিস আলমকে বৈবাহিক জীবনের অনেক শুভেচ্ছা জানাই ভারত থেকে। ভালোবাসা ময়ূখ রঞ্জন ঘোষ।’
ময়ূখ রঞ্জন ঘোষ এক কথায় বাংলাদেশের মানুষের কাছে হাসির এবং বিরক্তির একজন মানুষ। দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে ‘মলম বিক্রেতা’ কিংবা ‘জোকার’ এর সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করা হয়।
শুক্রবার বিকেলে সারজিস আলমের নতুন জীবনে পা রাখার খবরটি প্রকাশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার ফেসবুক পোস্টে সারজিস আলমকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন— ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’
পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি, যেখানে বরের সাজে দেখা যাচ্ছে সারজিসকে। ছবিতে আরও রয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
জানা গেছে, সার্জিস আলমের শ্বশুর ব্যারিস্টার লুৎফর রহমানের বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। তবে পেশাগত কারণে তিনি স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে ঢাকার বাসাবো এলাকার শাহজাহানপুরে বসবাস করেন। একবোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনের হাফেজা। যে কারণে স্ত্রীর ছবি প্রকাশ করেননি সারজিস।
সারজিসের আগে হাসনাত আবদুল্লাহর বিয়ের খবর সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। গত ১১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিয়ে করেন হাসনাত। সারজিস আলমের বিয়ের কথা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহও। পাশাপাশি সারজিস আলমকে অভিনন্দন জানিয়েছেন তিনি।