পারিশ্রমকি পেলেই মাঠে নামবে রাজশাহী

New-Project-6-4.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

‘পেটে খেলে পিঠে সয় ’ কথা যেন দুর্বার রাজশাহীর কোচ মেহরাব হোসেন অপি কথাই যথার্থ।

মাঠের খেলা যাচ্ছেতাই  , তার মধ্যে মেলেনি পারিশ্রমিক। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের মনের অবস্থা বুঝার জন্য  খুব একটা বেগ পেতে হবে  না। নিজেদের সর্বশেষ ম্যাচে ঢাকার কাছে এত লজ্জাজনক ভাবে হেরেছে দলটি, যা লেখা থাকবে বিপিএলের  ইতিহাসের পাতায়। তবে দলের কোচ মেহরাব হোসেন অপি বিশ্বাস করেন, খেলোয়াড়রা পারিশ্রমিক পেলে তাদের মাঠের পারফরম্যান্সও বদলে যাবে।

রাজশাহীর অব্যবস্থাপনা নিয়ে পাহাড়সম  সমালোচনার পর তার সহজ স্বীকারোক্তি, ‘পারিশ্রমিকের জন্যই ক্রিকেটাররা খেলে। বিপিএল তাদের আয়ের বড় উৎস। ৩ তারিখে পেমেন্ট হওয়ার কথা ছিল। খেলার মাঠেই তার স্ত্রী অসুস্থ হন। বুকে বলের আঘাত লাগে। তিনি দেশের বাইরে যাওয়ায় পেমেন্ট দেরি হয়। গতকাল কথা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন আজকের মধ্যেই ২৫ শতাংশ পেমেন্ট হয়ে যাবে।

পারিশ্রমিকের ৫০ শতাংশ অর্থ আজই পেতে যাচ্ছেন ক্রিকেটাররা। পেয়ে গেলে তারা আরও উজ্জীবিত হবেন, এমন আশা দলের, ‘পেমেন্ট হয়ে যাওয়া মাত্রই, খেলোয়াড়দের আয়ের উৎস ভালো থাকলে মাঠে পারফরম্যান্সে প্রতিফলন ঘটে। আগামীতে ইনশাআল্লাহ পথচলা যাতে সুন্দর হয়।’

এদিকে শুধু পারিশ্রমিক ইস্যুই থেমে নেই রাজশাহী, ব্যবস্থাপনার দিক থেকে আরও নানা অনিয়ম আছে দলটির। যেমন ক্রিকেটারদের নেই নির্ধারিত কিট ব্যাগও। এ নিয়ে অপির ব্যাখ্যা, ‘কিট ব্যাগ ভারত থেকে অর্ডার করেছিলাম। হেলমেট, প্যাড ও গ্লাভস এসেছে। কিট ব্যাগ আনা হয়নি, বড় একটা কারণ ছিল। ইমিগ্রেশন থেকে ছাড়পত্র হয়নি। অন্যান্য দল হয়ত আরও আগে থেকে শুরু করেছিল। আমরা অনেক দেরিতে শুরু করেছি, যখন ঘনিয়ে আসে বিপিএল তখন অর্ডার করি।’

এদিকে ক্রিকেটাররা পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট করলেও ফ্র্যাঞ্চাইজির দাবি ছিল, বিশ্রাম দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। অপি জানান, ‘বিপিএল আয়ের উৎস, আয় না থাকলে মান-অভিমান চলে আসে। সেখান থেকে খেলোয়াড়রা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা তাদের বিশ্রামের জন্যই বলেছিলাম। পরে যেটা হয়েছে তা আমরাও চাইনি।’

এখন দর্শক মনে প্রশ্ন বিপিএলরে মান কী বাড়ছে।

Leave a Reply

scroll to top