ডার্ক লাভ স্টোরি ‘অন্ধকারের গান’

New-Project-12-1.jpg
নিজস্ব প্রতিবেদক

নির্মাতা ভিকি জাভেদের এ ওয়েব সিরিজ এগিয়ে গেছে গ্রামের একটি সহজ সরল পরিবারকে কেন্দ্র করে। সিনেমার গল্প এগিয়ে যাবে মকুল, তার স্ত্রী রুমালি ও তার মাকে কেন্দ্র করে।

এ সিনেমায় নির্মাতা ভিকির সাথে প্রথম কাজ করেছেন মোশাররফ করিম। সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে আরও রয়েছেন জাকিয়া বারী মম, আবুল হায়াত, মনিরা মিঠু, শাহনাজ সুমি। সব অভিনয়শিল্পীরাই এ সিনেমায় রহস্যময় সব চরিত্রে ধরা দিয়েছেন।

ডার্ক লাভ স্টোরি নিয়ে নির্মাতা ভিকি জাহেদ আনছেন ওয়েব সিনেমা ‘অন্ধকারের গান’। বরাবরের মতো টিভি এবং ওটিটিতে একের পর এক থ্রিলার কনটেন্টে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি।

প্রায় তিন মিনিটের ট্রেলারে দেখা গেল, স্ত্রী-সন্তান ও অসুস্থ মাকে রেখে শহরে কাজ করে মুকুল। প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠায়। শহরে এক মেয়ের প্রেমে পড়ে মুকুল, তাকে বিয়ে করার কথাও ভাবে। ট্রেলারে বলা হয়, মায়ার জাদুর ঢাকা শহরে গ্রামের কত মেয়ের যে কপাল পুড়ছে, কত মেয়ের যে সংসার ভাঙছে। প্রভাবশালী ইদ্রিস আলীর সঙ্গে পরিচয়ের সুবাদে একসময় অন্ধকার জগতে জড়িয়ে যায় মুকুল। অন্যদিকে গ্রামে থাকা মুকুলের স্ত্রী রুমালিও জড়িয়ে পড়ে অনৈতিক কাজে। অনেক দিন গ্রামে যায় না মুকুল, প্রতি মাসে পাঠানো টাকার পরিমাণও কমিয়ে দেয়। চিন্তায় পড়ে তার স্ত্রী ও মা। মুকুলকে খুঁজতে বেরিয়ে পড়ে রুমালি। ট্রেলার দেখে আন্দাজ করা যায় মুকুল, রুমালি ও ইদ্রিস আলীর পাপের পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছে অন্ধকারের গান।

Leave a Reply

scroll to top